তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
মোঃ জিল্লুর রহমান, হাইমচর প্রতিনিধি।
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সুন্নাহ ভিত্তিক সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিচালিত নতুন ধারার আদর্শ বিদ্যানিকেতন তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাঃ উদযাপন ও মাদরাসার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদরাসার কোমলমতি শিশুদের নিয়ে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
২৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০ টায় তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার উদ্যোগে কালাচৌকিদার মোড় মসজিদ মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদের সভাপতিত্বে ও পরিচালক সদস্য শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন এর প্রতিনিধি আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা এ বি এস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী। তিনি বলেন যে সন্তান কোরআন শিক্ষা থেকে পিছিয়ে পড়ে, সে কখনোই নীতিবান আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক, জঙ্গীবাদ সহ নানাবিধ অপকর্ম রুখতে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তাই সন্তান ভূমিষ্ট হওয়ার পর পরই তার কানে আযান দেওয়ার মাধ্যমে তাকে ধর্মীয় শিক্ষা তথা কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে।
আর এ শিক্ষা বাস্তবায়নে তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসা যুগোপযোগী শিক্ষা কারিকুলাম অনুসরণের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী জনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, গন্ডামারা এ বি এস ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ মুসলিম গাজী, চাঁদপুর পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল, হাইমচর সরকারি কলেজের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফারুকুল ইসলাম, মাদরাসার পরিচালক সদস্য ডা. আবু জাফর সহ অন্যরা।
Leave a Reply