রোটারি ক্লাবের আয়োজনে স্বাস্থ্য মেলা ২০২৩ অনুষ্ঠিত।
হুসাইন মোহাম্মদ রাব্বি,
বিশেষ প্রতিনিধি, মুক্তিযুদ্ধা টিভি
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি খান এ সবুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ ও অন্যান্য সেবা দিতে রোটারি ক্লাবের আয়োজনে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা হতে বেলা ২ টা পর্যন্ত স্বাস্থ্য মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই উক্ত মেলা প্রাঙ্গনে বিপুলসংখ্যক স্বাস্থ্যসেবা গ্রহীতাদের আগমন লক্ষ্য করা যায়। সেবা প্রদানে রোটারি ক্লাব কর্তৃপক্ষও ছিল অত্যন্ত তৎপর। আজকের এই মেলায় ৩০০ থেকে সাড়ে ৩০০ সেবা গ্রহীতাকে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন বলে কর্তৃপক্ষ জানান।
যে সকল বিষয়ে চিকিৎসকেরা এই মেলাতে পরামর্শ প্রদান করেছেন সেগুলি হল- মেডিসিন, চক্ষু, দন্ত, ডায়াবেটিস, মহিলা ও শিশু রোগ। এছাড়াও রক্তের গ্রুপ, ব্লাড প্রেসার ডায়াবেটিস হেপাটাইটিস বি নির্ণয়ের সেবা প্রদান করা হয়েছে।
বাড়ির কাছে বিনামূল্যে এ ধরনের স্বাস্থ্য সেবা পেয়ে সেবা গ্রহীতারা অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে রোটারি ক্লাব কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।