বেড়ায় জাল সার্টিফিকেটে দুই যুগ চাকরি করে যাচ্ছেন শিক্ষিকা রাশিদা আক্তার
বেড়া, পাবনা প্রতিনিধিঃ
পাবনার বেড়া বালিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে জাল ট্রেড সার্টিফিকেট দিয়ে ২ যুগেরও বেশী সময় ধরে চাকরী করার অভিযোগ উঠেছে। শিক্ষিকার মোছা রাশিদা আক্তারের বিরুদ্ধে । ১৯৯৭ থেকে আজ অবধি তিনি জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করে যাচ্ছেন । অথচ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা অফিস জেনেও কোন তদন্ত বা সার্টিফিকেট যাচাই বাছাই করার উদ্যোগ গ্রহন করেনি। ফলে এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সেই সময়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক আমজাদ হোসেন মানিক মোটা অংকের টাকার বিনিময়ে তাকে নিয়োগ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের একাধিক শিক্ষক বলেছেন রাশিদা আক্তার কোন দিন সেখানে পড়েনি তার এই ট্রেড সনদটি সম্পুর্ন জাল । তিনি কিভাবে সার্টিফিকেট জাল সনদ দিয়ে চাকরি করে? সনদ যাচাই করলে বিষয়টি ধরা পড়বে বলে অনেকে মনে করেন।
বিষয়টি নিয়ে বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে এমন কিছু করলে তা খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।
বেড়া বালিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম বলেন রাশিদার ট্রেড সনদ জাল এ বিষয়ে আমার জানা নেই। তবে এমন কিছু হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষিকা রাশিদা আক্তার সাথে প্রতিবেদকের মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান আপনি আমার সনদ নিয়ে কথা বলারর কে? আপনি কি শিক্ষা অফিসার, ইউএনও নাকি বোর্ডের লোক। আপনি নিউজ করবেন কেন? আমার ট্রেড সনদ জাল না কি চলেন ঢাকা যাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খবির উদ্দিন বলেন সানিলার আমজাদ নামে একজন বেড়া নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ করেছে সেই তদন্তর ভার আমার উপর পড়েছে তিনি জানান, জাল সনদ নিয়ে চাকরী করা ঠিক না । কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে জাল প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে বরখাস্ত প্রধান শিক্ষক নায়েব আলী বলেন, রাশিদা আক্তারের ট্রেড সনদটি সম্পুর্ন জাল এ বিষয়ে কোন সন্দেহ নেই এ রকম জাল সনদ দিয়ে সে দীর্ঘ বছর কি ভাবে চাকরি করছে জানি না তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা বলে মনে করি ।
উজ্জ্বল হোসাইন।
বেড়া,পাবনা প্রতিনিধি ঃ
তারিখ ৩/১০/২৩
মোাবাইল নম্বর।
০১৭১৩৭৩০৫৫২
Leave a Reply