চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন জেলা প্রশাসক।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন জেলা প্রশাসক।
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
৪ অক্টোবর বুধবার জেলা প্রসাশনের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হানারচর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল ছাত্তার রাড়ী, হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার, উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের, চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, হাইমচর ইউপি চেয়ারম্যান জুলফিকার আলি জুলহাস সরকার, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আবদুল মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি সহ মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ সফলভাবে পরিচালনা করতে বিভিন্ন সমন্বিত কৌশল প্রণীত হয় এবং বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply