টাংগাইলের সখিপুর উপজেলার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত।
টাংগাইল জেলা প্রতিনিধি মুহম্মদ হায়দার আলী ৷
টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন লোকমান হোসেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদের পুরনো হলরুমে বণিক সমিতির সদস্যদের ভোট গ্রহণ শেষে রাত ৮ টার পরে ফলাফল ঘোষণা করা হয়। ছাতা প্রতীকে ৯৬৮ ভোট পেয়ে বিল্লাল হোসেন সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: খলিলুর রহমান চেয়ার প্রতীকে পান ৯৪৪ ভোট। আম প্রতীকে ৮১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: শরীফুল ইসলাম লেবু মোরগ প্রতীকে ৭৮৫ ভোট পান।
এ ছাড়া সহ-সভাপতি হয়েছেন জাহাঙ্গীর আলম। সহসম্পাদক জেলহক সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক সামাদ মিঞা, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক শ্রী রঞ্জিত শীল ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, বণিক ভাইদের সাথে নিয়ে আমরা কাজ করবো। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ বিল্লাল হোসেন বলেন, এ বিজয় আমার নয়। এ বিজয় সকল বণিক ভাইদের বিজয়। আমরা সকলকে সাথে নিয়ে কাজ করবো। বণিক ভাইদের সমস্যা সমাধানের চেষ্টা করবো, এজন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করি।
সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের এ নির্বাচনে ৯ পদে বিভিন্ন প্রতীকে মোট প্রার্থী হয়েছিলেন ২৬ জন। মোট ভোটার ছিলেন ২৩৫৩ জন। ভোট দিয়েছেন ২১৩৩ জন ভোটার।
Leave a Reply