এপেক্স ক্লাব অব চাঁদপুরের এজিএম অনুষ্ঠিত
এস এম রাসেল, চাঁদপুরঃ সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের স্কুলিং ও এজিএম অনুষ্ঠিত হয়েছে।
০৭ অক্টোবর (শনিবার ) সকাল ১১টা থেকে স্কুলিং ও এজিএম দ্বিতীয় সেশন চাঁদপুর আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব চাঁদপুরের সভাপতি এপেঃ ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি এন্ড ডিএনএ এড.নাজমুল হোসেন শিপন পরিচালনা করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনএডি ওয়ালি উল্লাহ রিপন। বিশেষ অতিথি ছিলেন, জেলা- ৮ ডিজি এডভোকেট. এম. এইচ .সরকার পাশা ।
বিশেষ অতিথি ছিলেন পিএনইডি এপে. হাবিবুর রহমান. জেলা -৮ আইপিডিজি এড. জাকির তালুকদার ফয়সাল. , জেলা -৮ সেক্রেটারি শাহরিয়ার জামান, এজিএম অবজারভার ন্যাশনাল অফিসিয়াল ইয়াসিন সুমন. এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সভাপতি জসিম উদ্দিন. সিনিয়র সহ-সভাপতি হাসানুর রশীদ. জুনিয়র সহ সভাপতি মুকুল, সেক্রেটারি এপে. জাবেদ।
অন্যানে ্যর মধ্যে উপস্থিত ছিলেন, আইপিপি এড. এপে. নাজিম উল্যা বাপ্পি. সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মহিউদ্দিন রাসেল. পিপি এড. মোহাম্মদ আবুল কালাম আজাদ. পিপি এড. এমরান হোসেন, পিপি এড. হারুন অর রশিদ. পিপি এড. হারুন-অর-রশিদ. পিপি এপে.ইব্রাহিম খলিল. সার্ভিস ডিরেক্টর এড. কামাল হোসেন. ট্রেজারার দলিল উদ্দিন ভূঁইয়া.পাবলিক স্পিকিং এন্ড ডিভেটিং ডিরেক্টর সাংবাদিক মনির হোসেন.এপে. এডঃ হালিম পাটওয়ারী. এপে.এডঃ আবুল হাসানাত বেপারী. এপে. এডঃ মাইনুল ইসলাম. এপে.এডঃ শাহাদাত হোসেন.এপে.এড ঃ মনির হোসেন . এপে. এড. মাহবুবুর রহমান চিসতী
এপে. এড. আক্তার হোসেন.এপে. এড. মঞ্জুর আলম. এপে. এড. খোরশেদ আলম. এপে. এড. রাজেশ মুখার্জী. এপে ঃ মানছুর আহমেদ. এপে. এড .মামুন হোসেন. এড. আব্দুল কাদের খান. এপে.আলমগীর হোসেন. এপে. খোরশেদ আলম. এপে.এ ওয়াই এম জাকারিয়া. এপে. শরীফ পাটোয়ারী.এপেক্স ক্লাব অফ কচুয়া সভাপতি এড.জসিম উদ্দিন প্রধান. এপে. রেহান উদ্দিন. এপে. কামাল হোসেন.এপে. আবুল কাশেম মুন্সি প্রমূখ । সাধারণ সভায়
২০২৪ সালের এপেক্স ক্লাবের অব চাঁদপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হন এপেঃ শেখমহিউদ্দিন রাসেল ও সেক্রেটারি এডঃ মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এড.এপেঃ জাবের হোসেন।
###
এস এম রাসেল, চাঁদ পুর