পটুয়াখালী থানায় ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী সোহেল ও তার মা নিলুফা বেগমকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোহেলের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। এছাড়া সোহেল একটি মামলার সাজা প্রাপ্ত আসামী।
পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃসাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়
অফিসার ইনচার্জ, পটুয়াখালী থানা,জনাব মো: জসীম এর নেতৃত্বে ০৭-১০-২০২৩ তারিখ পটুয়াখালী থানা এলাকায় রাত্রীকালীন জরুরী ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)মোঃ হিরণ মোল্লা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী থানাধীন পটুয়াখালী পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের চরপাড়া বাসিন্দা আসামী নিলুফা বেগমের মালিকানাধীন চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালীন ১৬.৫০ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামী মোসাঃ নিলুফা বেগম (৫৫), স্বামী মোঃ শাহ আলম মাতবর, মোঃ সোহেল মাতবর (২৭), পিতা শাহ আলম মাতবর, উভয়ের নিকট হইতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় অক্টোবর ৭ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)সারণি ১০(ক)/৪১ রুজু করা হয়েছে। যার মামলা নং-০৭। উল্লেখ্য যে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একের অধিক মামলা চলমান।
অতিরিক্তপুলিশসুপার(প্রশাসন ও অর্থ) পটুয়াখালী আহমাদ মাঈনুলহাসান প্রেস রিলিজে উক্ত বিষয় নিশ্চিত করেছেন।