লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগের উদ্দোগে বুজরুকবেড়া আরজি আদিবাসী বেসপ্রাবি সেবা মুলক প্রোগ্রাম
মোঃ মামুনুর রশিদ
স্টাফঃ রিপোর্টার
লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ এর উদ্দোগে (আজ১১অক্টোবর) জাস্টিস ফর অল এই স্লোগানকে সামনে রেখে মাননীয় জেলা গভর্নরের ডাকে অক্টোবর সেবা মাসের সেবা কার্যক্রম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পরিচালিত হয় । এ সময় বক্তব্য রাখেন লায়ন অধ্যক্ষ ছামিউল আলম রাসু তিনি বলেন
শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধিও ঝড়ে পড়া রোধে কাটাবাড়ি ইউনিয়নে বুজরুকবেড়া আরজি আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সঠিক ভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান ।
এ সময় শিশুদের স্বাস্থ্য সেবা ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয় চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা হাত ধোয়া ও শিক্ষা উপকরণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রধান শিক্ষক বলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সনে প্রায় ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ৯জানুয়ারি ২০১৩সনে ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা করেন।ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল আদিবাসী অধ্যুষিত ১টি ওয়ার্ড ও ৪টি মৌজায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠত হলেও পরিসংখ্যান ভুলের কারণে বিদ্যালয়টি আজ ও জাতীয়করণ করা হয়নি।
এলাকা বাসীর দাবি প্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে আদিবাসী সহ সকল শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সৃষ্টি হবে।এই ধরেন সেবা প্রোগ্রাম করার জন্য লায়ন্স ক্লাব ঢাকা লালবাগকে ধন্যবাদ জানাই।
এসময় স্বাস্থ্য সেবা পরিচালনা করেন ডাঃ মোঃ কাওসার মিয়া (ডি এম এফ ঢাকা )
আরও উপস্থিত ছিলেন লায়ন এ কে এম জাহিদুল ইসলাম এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ
প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ সহকারী শিক্ষিকা প্রভাতী মেরী বাস্কে নয়মী কিস্কু মন্জুয়ারা বেগম প্রমুখ।
Leave a Reply