চুয়াডাঙ্গা সদর পদ্মবিলা ইউনিয়নের সাথে কৃষক জোটের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১৬ ই সেপ্টেম্বর ২৩ ইং দুপুর ১২.০০ ঘটিকায় পদ্মবিলা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের সাথে কৃষক জোটের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত শেয়ারিং মিটিংয়ে সভাপতিত্ব করেন পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আঃ জব্বার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আলম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন কৃষি উপসহকারী এম এ করিম, কৃষি উপসহকারী শেফালী খাতুন, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহ সভাপতি,মুক্তিযোদ্ধা টেলিভিশনের পতিনিধি বীর পুত্র বায়েজিদ রহমান জোয়ার্দার, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সহ সভাপতি হাজেরা খাতুন. সাধারণ সম্পাদক লিটন কোষাধ্যক্ষ সহির উদ্দীন রিসোর প্রোগ্রাম অফিসার চুমকি খাতুন সহ অনেকে।
উক্ত সভায় প্রধান অতিথি পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআলম মন্ডল বলেন পদ্মবিলা ইউনিয়নের সকল ফসলি জমির মাঠে টিউবওয়েল স্থপন ও বর্জ্য সেড স্থাপন করে দেওয়া হবে। চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহ সভাপতি, মুক্তিযোদ্ধা টেলিভিশনের পতিনিধি বীর পুত্র বায়েজিদ রহমান জোয়ার্দার বলেন বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশের কৃষক। অথচ এই কৃষক সবচেয়ে অবহেলিত। কৃষকের উৎপাদিত ফসলের মুল্য কৃষকেরা নির্ধারণ করতে পারে না। তাই কৃষকের দাবি কৃষকের উৎপাদিত ফসলের মুল্য নির্ধারণে সময় কৃষক প্রতিনিধি রাখতে হবে। চুয়াডাঙ্গায় সবজি হিমাগার স্থাপন করতে হবে। সার কীটনাশক ও ডিজেলের মুল্য কমাতে হবে। চুয়াডাঙ্গা কৃষকের জন্য ৭০/সাড়ে হারভেষ্ট মেশিন দিতে হবে।
এই সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শান্তি হোসেন অত্র ইউপি সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তান মোশাররফ হোসেন প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম ও হুমায়ন কবির সহ ১ নং ওয়ার্ড সদস্য মফিজুর ৩ নং ওয়ার্ড সদস্য জালাল ৪ নং ওয়ার্ড সদস্য সুমন ৫ নং ওয়ার্ড সদস্য আজিবর ৬ নং ওয়ার্ড সদস্য ইমদাদুল হক ৮ নং ওয়ার্ড সদস আঃ রাজ্জাক ৯ নং ওয়ার্ড সদস ফেরদৌস সহ মহিলা ইউপি সদস ১.২.৩ নং শরিফা খাতুন ৪.৫.৬. সদস্য হাসিনা খাতুন ৭.৮.৯ সদস্য আনজুমারা খাতুন তেজেরা ।
উক্ত আলোচনা সভাটি সঞ্চলন করেন রিসোর সম্নয়কারী বীর পুত্র দারুল ইসলাম, ফিল্ড অরগানাইজার সাধন কর ও মামুন হোসেন সহ অনেকে।
Leave a Reply