"বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ পাঠান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন"
আব্দুল কাইয়ুম
কচুয়া উপজেলা প্রতিনিধি
মুক্তিযোদ্ধা টেলিভিশন।
আজ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ পাঠান কমান্ডার আল্লাহ তায়ালা ডাকে সারা দিয়ে এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ওপারে। গতকাল ঢাকার এভারকেয়ার প্রাঃ হাসপাতালে রাত্র ১০:৩৩ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর তিনি এক ছেলে দুই মেয়ে এবং নাতি-নাতনি সহ বিভিন্ন আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ পালাখাল হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা এবং জানাজা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য জনাব ডঃ মহিউদ্দিন খান আলমগীর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহোদয়, উপজেলা চেয়ারম্যান জনাব শাহজাহান শিশির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব এডঃ হেলাল সহ বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জনাব জাবের মিয়া সহ অনেক বীর মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কচুয়া উপজেলার সভাপতি জনাব মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মিজ ফারাজানা আক্তার রত্না, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আলাউদ্দিন, সহ সাধারণ সম্পাদক জনাব মোঃ সুজন, সহ সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল কাইয়ুম সহ অনান্য মুক্তিযোদ্ধার সন্তান । শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. মহিউদ্দিন খান আলমগীর এম পি, উপজেলা প্রশাসন, কচুয়া থানা পুলিশ, কচুয়া মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা আওয়ামিলীগ, উপজেলা পরিষদ, কমিউনিটি পুলিশিং কমিটি, পালাখাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলী, উন্মেষ সাংস্কৃতিক সংসদ নারায়নগঞ্জ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে নীজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করেন।