আরজেএফ’র জাতীয় কাউন্সিলে বক্তারা
দেশের উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় তৃণমূল সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ
রুর্যা ল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর জাতীয় কাউন্সিল ২০২৩ ও ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮ অক্টোবর শনিবার দিনব্যাপি জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধন করেন এস এ টিভির হেড অব নিউজ ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহমুদ আল ফয়সাল। সভাপতিত্ব করেন আরজেএফ’র আহ্বায়ক মাহবুব আরা দুলু। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরজেএফ’র নবনির্বাচিত মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ, আরজেএফ’র যুগ্ম আহ্বায়ক তাজমিনউর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, যুগ্ম মহাসচিব মিল্টন খান, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি, দিনাজপুর জেলা আরজেএফ’র সভাপতি ওয়াহেদুর রহমান, বগুড়া জেলা আরজেএফ’র সভাপতি শাহ মেহেদী হাসান লিটন, প্রথম পর্ব সঞ্চালনা করেন আরজেএফ’র কোষাধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম। জাতীয় কাউন্সল পর্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট শাহিদা রহমান রিংকু ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সিনিয়র সদস্য মহসীন আহমেদ স্বপন। প্রধান নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের বরণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য কৃষিবিদ ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস। এ পর্বে সভাপতিত্ব করেন আরজেএফ’র চেয়ারম্যনা এস এম জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ। জাতীয় কাউন্সিলে এস এম জহিরুল ইসলামকে চেয়ারম্যান ও মোঃ সেকেন্দার আলম শেখ কে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন।