পটুয়াখালীতে আ'লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত...
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
বিএনপি- জামায়াত অশুভ শক্তির ২৮ অক্টোবর সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে পটুয়াখালীতে বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত।
রবিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এক মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেটের প্রধান গেটের সামনে এসে মিছিল শেষ হয়, সেখেনে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর এর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তসলিম সিকদার, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, কোষাধক্ষ্য গাজী হাফিজুর রহমান সবির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন ব্যানার্জী, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মৃধা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম৷ সহ- সভাপতি হৃদয় আশিষ, সাধারন সম্পাদক আরিফ হাসান তানভীর, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।
এদিকে বিএনপির দেশব্যাপী সকাল- সন্ধ্যা হরতাল কর্মসূচীর কোন প্রভাব পড়েনি জেলায়। যানবাহন, দোকান পাট, স্কুল কলেজ অফিস আদালত সবকিছু স্বাভাবিক ছিলো। হরতালে বিএনপি কোন নেতা- কর্মীকে দেখা না গেলেও ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের কর্মীদেরকে পৃথক পৃথক বিভিন্ন সড়কে মোটর সাইকেলে মহড়া দিতে দেখা গেছে।