পটুয়াখালী -১ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিল করলেন এ্যাড. আফজাল হোসেন।
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালী -১ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিল করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন।
বুধবার (১ নভেম্বর) দুপুর ১.১০ মিঃ সময় জেলা রির্টানিং অফিসার জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বরগুনা-২ আসনের সংসদ সদস্য সওকত হাচানুর রহমান রিমন ও বরিশাল-৪ এর সংসদ সদস্য পঙ্কজ নাথ সহ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আগামী ২৬ শে নভেম্বর উক্ত শুন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে । উল্লেখ্য গত ২১ অক্টোবর সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. শাহজাহান মিয়ার মৃত্যুতে ২২শে সেপ্টেম্বর পটুয়াখালী -১ আসনটি জাতীয় সংসদে শূন্য ঘোষণা করা হয়।
Leave a Reply