চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উদ্যােগে বিএনপি'র ডাকে অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলা শহর দেশ ব্যাপী গুজব, অগ্নি সন্ত্রাস, মুক্তিযোদ্ধা চেতনা বিরোধী কার্যকলাপ, বিএনপি'র ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০১ লা নভেম্বর চুয়াডাঙ্গায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে চুয়াডাঙ্গা একাডেমি মৌড় থেকে একটি শান্তি মিছিল বের হয়ে চুয়াডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর কার্য্যালয়ে এসে পথ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায় বায়েজিদ রহমান জোয়ার্দার , যুগ্ম আহবায়ক আলিফ জোয়ার্দার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব বখতিয়ার হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আহবায়ক ডাঃআকরামুল হক কামাল,সদস্য সচিব শাজাহান পৌর আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব জসীম উদ্দিন নিয়তি সহ সকল উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান উপস্থিত ছিলেন।।