বেড়ায় মুক্তিযোদ্ধাদের উদ্যােগে বিএনপি'র ডাকে অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল অনুষ্ঠিত
বেড়া, পাবনা প্রতিনিধিঃ
পাবনা বেড়ায় দেশ ব্যাপী গুজব, অগ্নি সন্ত্রাস, মুক্তিযোদ্ধা চেতনা বিরোধী কার্যকলাপ, বিএনপি'র ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বুধবার ০১ নভেম্বর) বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা অফিসের সামনে থেকে একটি শান্তি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেড়া বাজারে এসে পথ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, বেড়া উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আবু সাইদ, বেড়া,পৌর আঃ লীগের সেক্রেটারি নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সেক্রেটারি উজ্জল হোসাইন সহ সকল উপজেলার মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।।
বেড়া, পাবনা প্রতিনিধি
উজ্জ্বল হোসাইন।
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
তারিখ ১/১১/২৩