রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চিকিৎসক নিহত
মোঃ শামসুজ্জোহা শামীম
বিশেষ প্রতিনিধি
মুক্তিযোদ্ধা টেলিভিশন
রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমাদ নিহত হয়েছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখা শেষ করে রাজশাহীর বর্ণালী মোড় দিয়ে মোটরসাইকেল যোগে বাসায় যাওয়ার সময় রাত্রি ১১টা ৪৫মিনিটের সময় বর্ণালীর মোড়ে মাইক্রোবাস দিয়ে গতি রোধ করা হয়।তারপরে মাইক্রোবাস থেকে তিনজন নেমে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করতে থাকে।ছুরির আঘাতে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে তার সাথে থাকা শাহীন ডা গোলাম কাজেম আলী আহমাদকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।