বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বেড়ায় মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধিঃ
সারাদেশ ব্যাপী বিএনপি-জামায়াতের সর্বাত্মক অবরোধের প্রতিবাদে পাবনা বেড়ায় মানববন্ধন করেছে মহিলা আওয়ামীলীগ।
আজ (বুধবার ০৮ নভেম্বর) দুপুরে বেড়া আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু, বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসিফ শামস্ রঞ্জন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শায়লা শারমিন ইতি, মহিলা আওয়ামী লীগের নেত্রী শায়লা আক্তার সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ আর আগুন সন্ত্রাসের কারণে মানুষ আজ নিরাপত্তাহীন। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতেই তারা আগুন সন্ত্রাসে নেমেছে। নারীরা ঘর থেকে বের হতে পারছে না। শিশুদের লেখাপড়া-পরীক্ষা ব্যাহত হচ্ছে। অবৈধ অগণতান্ত্রিক পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানান বক্তারা।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা।
মোবাইল ০২৭১৩৭৩০৫৫২
তারিখ ৮/১১/২৩
Leave a Reply