আরজেএফ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর আহবায়ক কমিটি কর্তৃক নব নির্বাচিত কার্যকরী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ৮ নভেম্বর বুধবার আরজেএফ এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। আরজেএফ এর আহবায়ক মাহবুব আরা দুলুর সভাপতিত্বে ও মহাসচিব সেকেন্দার আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ এর যুগ্ম আহবায়ক মোঃ ফারুকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস- চেয়ারম্যান মোঃ নাসিম খান, যুগ্ম মহাসচিব লুৎফুন নাহার রিক্তা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, তথ্য ও গবেষণা সম্পাদক নাহিদা আক্তার পপি, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, জন কল্যাণ সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম আর এ সুজন মাহমুদ। অনুষ্ঠানে আহবায়ক কমিটি নব নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সকলের প্রচেস্টায় সাংবাদিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার অংগীকার ব্যক্ত করা হয়।