দৌলতপুর উপজেলা ১৩৯ নং মশাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দিয়ে জোরপূর্বক রাস্তা করার অভিযোগ।
দৌলতপুর উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া //
মশাউড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুমতি ছাড়া ফিল্টের পাশ দিয়ে রাস্তা করার জন্য রাতের অন্ধকারে বালি দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। সূত্রে জানা গেছে আব্দুল সাত্তার মেম্বার তার নিজ ক্ষমতায় বিদ্যালয়ের শিক্ষকদের অনুমতি ছাড়াই রাস্তা তৈরি করছেন।
বিদ্যালয়ের অনুমতি ছাড়া রাস্তা তৈরি করাই স্কুল প্রধান শিক্ষক রাস্তা তৈরির বালি সমান করে পাশে শূন্য জায়গায় দিয়ে দেন। শিক্ষকদের মতামতে জানা গেছে স্কুলের জমি দিয়ে রাস্তা তৈরি হলে বর্ষা মৌসুমে স্কুল পানিতে ডুবে থাকবে।
এইজন্য স্কুলের বাউন্ডারি দেয়া হয় নাই তাই শিক্ষকদের দাবি স্কুলের জমি দিয়ে রাস্তা না বেঁধে স্কুলের সরকারী জমি দিয়ে মানুষ যাতায়াত করুক। তাহলে স্কুলের ছাত্র-ছাত্রীদের কোন অসুবিধা হবে না।
স্কুলের জমি দিয়ে রাস্তা না করতে দেওয়াই ১১ নম্বর আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি স্কুলে এসে শিক্ষিকা রুমা খাতুন কে অশ্লীল ভাষায় কথা বলেন। এতে স্কুল শিক্ষিকা রুমা বলেন আমার সাথে চেয়ারম্যান আব্দুল বাকী এমন খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। এর সুষ্ঠু একটা বিচার চাই।
স্কুল প্রধান শিক্ষক জানু জানান এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে উপজেলা প্রশাসন যে সিদ্ধান্ত দিবেন সেটাই আমরা মেনে নেবো।
এ বিষয়ে সঠিক তদন্ত করে সুষ্ঠু একটা সমাধানের আশা করেন স্কুল শিক্ষক ও এলাকাবাসী।