বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কুমারখালীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
৯ই নভেম্বর ১৯৭১সালে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নে ঘাসখাল দরবেশপুর গ্রামে হানাদার বাহিনীর হাতে নিহত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১২/১১/২০২৩ইং.. তারিখ রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকার সময় কুমারখালী উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত গীতা ও জাতীয় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুষ্টিয়া জেলার যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার ও সাবেক কুষ্টিয়া জেলা পরিষদ'এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ হোসেন (জাফর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ জলিল উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসাইনুল বাহার (গেরিলা কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন সদ্য সাবেক কুষ্টিয়া সদর উপজেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এজাজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল এস এম শমসের আলী (অবঃ), বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিব উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মনছুর, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (কমান্ডার) খোকসা উপজেলা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক (ডালিম), সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী (হাসু) ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কুমারখালী উপজেলার আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার মঞ্জু।