চাঁদপুর সদর বালিয়া ইউনিয়নে ৭১ কেজি ওজনের ১টি কচ্ছপ উদ্ধার।
জাহিদ হোসেন ,স্টাফ রিপোর্টার, মুক্তিযোদ্ধা টিভি।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৭১ কেজি ওজনের ১ টি কচ্ছপ উদ্ধার
শনিবার ২৫ নভেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদরের ৯নং বালিয়া ইউপির ৩নং ওয়ার্ডের দাস বাড়ী হতে একটি বড় কচ্ছপ উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত কচ্ছপের ওজন ৭১ কেজি।
পরবর্তীতে উক্ত বিষয়ে বন বিভাগ, চাঁদপুর এর সহায়তায় কচ্ছপটিকে সুস্থ অবস্থায় চাঁদপুর বড় স্টেশন সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর বন্য প্রানী সংরক্ষনে উদ্যোগ গ্রহণের জন্য সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আভিযান দলকে ধন্যবাদ জানান।
গত কয়েকদিন আগে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে মেঘনার জালে মেঘনা নদীতে ধরা পড়ে কাছিমটি। পরে আজ সকালে মো. জসিম উদ্দিন নামে জৈনিক ব্যবসায়ী এটি ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন সদরের বালিয়া ইউনিয়নে। এই ইউনিয়নের বালিয়া বাজার এলাকার সনাতন ধর্মের ত্রিপুরা জাতির লোকজন ১৯ হাজার টাকায় ক্রয় করেন জসিমের কাছ থেকে। পরবর্তীতে পুলিশের সহায়তায় চাঁদপুরের মেঘনা নদীতে ৭১ কেজি ওজনের কচ্ছপটি অবমুক্ত করে দেয়।