পটুয়াখালী ডিবির অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটককৃতরা হলেন মোসাঃ হাসিনা বেগম (৫০),মোঃ জাফর হাওলাদার (৩৫), এবং মোঃ সালাউদ্দিন (২২)। জেলার বাউফল উপজেলার নাজিরপুর গ্রামে এ অভিযান চালান ডিবির পুলিশের একটি দল। পটুয়াখালীর গোয়েন্দা পুলিশের ইনচার্জ একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় আটককৃতদের কাছ থেকে ৮শ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবির ইনচার্জ আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর সকালে বাউফল উপজেলার নাজিরপুর গ্রামে অভিযান চালায় এসআই সঞ্জীব কুমার সরকারের একটি দল। এসময় আটককৃতদের কাছে সংরক্ষিত ৮শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত হাসিনা বেগম ও সালাউদ্দিনের বাড়ী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এবং জাফর হাওলাদারের বাড়ী গলাচিপা উপজেলার চিকনিকান্দি গ্রামে।আটককৃতদের মাদক আইনে কারাগারে পাঠানো হয়েছে।