চুয়াডাঙ্গায় ২টি সংসদীয় আসনে মোট বিশজন মনোনয়নপত্র দাখিল
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্য মনোনয়নপত্র জমাদানের শেষ দিন চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণভাবে জেলার দুইটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
অদ্য ৩০ শে নভেম্বর২৩ইং বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের সময়সীমা নির্ধারিত থাকলেও চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ডঃ কিসিঞ্জার চাকমার কার্যালয়ে চুয়াডাঙ্গা দুইটি আসনে মনোনয়নপত্র দাখিল করতে নিজ নিজ সমর্থক কর্মীদের সাথে নিয়ে সকাল থেকে শুরু করেন দলীয় প্রার্থীর স্বতন্ত্র প্রার্থীরা চুয়াডাঙ্গা ১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সোলাইমান হক জোয়ারদা সেলুন,জাতীয় পার্টির অ্যাডভোকেট সোহরাব হোসেন,ন্যাশনাল পিপল স পার্টির ইদ্রিস চৌধুরী, জাকের পার্টির মোহাম্মদ সালাম উদ্দিন, তৃণমূল বিএনপি'র মোহাম্মদ তাইজুল হোসেন,স্বতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন, দিলীপ কুমার আগরওয়ালা,এম এ রাজ্জাক খান,এম শহিদুর রহমান, শেখ শামসুল আবেদীন খোকন,
চুয়াডাঙ্গা ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজগর টগর, জাতীয় পার্টির রবিউল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী, জাসদ( ইনু) দেওয়ান মোহাম্মদ ইয়াসিন উল্লাহ, জাকের পার্টির আব্দুল লতিফ খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মির্জা শাহরিয়া মাহমুদ, নুর হাকিম, আবু হাশেম রেজা, আব্দুল মালেক মোল্লা,নজরুল মল্লিক, মনোনয়নপত্র দাখিল করেছেন রিটার্নিং অফিসার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডঃ কিসিঞ্জার চাকমা এই তথ্য নিশ্চিত করে বলেন ৪রা ডিসেম্বর সকাল ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এরপর ১৭ই ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন। তিনি আরো বলেন নির্বাচিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা করা হবে। এই সময় প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।