বিজয়ের মাস উপলক্ষে নবীনগরে “বিজয়ের পঙক্তিমালা” শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত।
মোঃ রেজাউল করিম.নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্র ও আরশীনগর সাহিত্য চক্রের সম্মিলিত আয়োজনে নবীনগর নবীনগর সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে ‘বিজয়ের পঙক্তিমালা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম সাহন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস।
নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের পৃষ্ঠপোষক ও আবৃত্তিশিল্পী মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমআরটিডিপি এর প্রকল্প ব্যবস্থাপক ও উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু কামাল খন্দকার, সংস্কৃতিজন ও সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, শিক্ষক স্বরূপ সাহা, কবি ও শিক্ষক শামশাম উদ্দিন তাজিল, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল, সাংবাদিক মিঠু ধর চৌধুরী, নবীনগর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন, নাছিমা আক্তার, মাহমুদা বেগম প্রমুখ।
আরশীনগর সাহিত্য চক্রের সভাপতি শুভেন্দু চক্রবর্তী শুভ ও নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের সহকারী পরিচালক ইভা আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিথী রাণী দাস, মৌমিতা দেবনাথ, সূর্য দেবনাথ। বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশন করে নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের ঈশিতা ইসরাত, মোঃ শাহাবুদ্দিন, কামরুল হাসান, সুমাইয়া আক্তার, সাইমা আক্তার, অর্ক দেবনাথ, নওসিন রামিছা, দেবলিনা সাহা স্নেহা, আব্দুর রাহিম, বাদল মিয়া, ফাতিহা বিনতে বরকত।
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়।
Leave a Reply