চুয়াডাঙ্গায় আমন মওসুমের উচ্চ ফলনশীল জাতের প্রদর্শনীর উপর মাঠ দিবস।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ৫ই ডিসেম্বর ২৩ইং বিকাল ৪.০০ঘটিকায় চুয়াডাঙ্গা সদর শংকরচন্দ্র অটো ইট ভাটা মাঠে অধিক ফলনশীল ধানের জাত উদ্ভাবন,গবেষণা আধুনিকরণ প্রকল্পে
আমন মওসুমের উচ্চ ফননশীল জাতের প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট,কুষ্টায়া পি এস ও মোঃ মাহাবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ও খ দিল আফরোজ, এস ও নাহিদা আক্তার, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আঃ জব্বার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহ সভাপতি বীর পুত্র বায়েজিদ জোয়ার্দার।
উক্ত আমন মওসুমের উচ্চ ফলনশীল ব্রী ধান জাত ১০৩ প্রদর্শনীর শংকরচন্দ্র ইউনিয়নের কৃষক নাসির উদ্দিন ধানের ফলন হয় বিঘা প্রতি ২৩ মণ হয়।এতে উপস্থিত কৃষকগণ অনেক খুশি হয়।
উক্ত অনুষ্ঠানটি সন্চলনা করেন চুয়াডাঙ্গা রিসোর ফিল্ড অর্গানাইজার সাধন কর।
Leave a Reply