কুমারখালী মহিলা কলেজের শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার।
মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া কুমারখালী মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ রেখা পারভীন (১৮), মরদেহ কুষ্টিয়া হাউজিং এলাকা থেকে উদ্ধার করেছে কুষ্টিয়া সদর থানা পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে কম্বল পেচানো নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত মৃত্যুর সাথে জড়িতদের কোন সন্ধান পাওয়া যায়নি।
নিহত কলেজ শিক্ষার্থী কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের ঝাড়ু বিক্রেতা আব্দুর রহিম এর মেয়ে।
নিহতের বাবা মোঃ আব্দুর রহিম জানান, গত ২০ দিন আগে খুলনাতে হাফিজ নামের এক ছেলের সাথে পারিবারিক ভাবে মেয়েকে বিয়ে দেন। তার জামাই মাগুরা জেলায় চাকরি করে। এখনো মেয়েকে শশুর বাড়ি উঠিয়ে দেয়া হয়নি। গতকাল বুধবার সকাল ৮ টার দিকে আমার মেয়ে মোছাঃ রেখা কলেজে যাবার কথা বলে আমার কাছ থেকে ২০ টাকা চেয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়। সারাদিনে বাড়িতে না ফিরলে আমারা ধারনা করি হয়তো বান্ধবীর বাড়িতে গিয়ে থাকতে পারে। পরবর্তীতে কুষ্টিয়া হাউজিং থেকে মরদেহ উদ্ধারের খবর শুনে মর্গে গিয়ে মেয়ের লাশ সনাক্ত করি।
মোঃ আব্দুর রহিম জানান তার মেয়ের হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, কুমারখালী বুজরুক বাঁখই গ্রামের কলেজ শিক্ষার্থীর মরদেহ কুষ্টিয়া হাউজিং থেকে উদ্ধার করেছে কুষ্টিয়া সদর থানা পুলিশ। নিহতের ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply