অবৈধভাবে স্বর্ণের গহনা পাচারকালে ডিবি পুলিশের হাতে আটক-০১জন।।উদ্ধারঃ ০১কেজি, ৬৩৫গ্রাম স্বর্ণালংকার
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে এবং মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ)/ রফিকুল ইসলাম, এএসআই/মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে
অদ্য ০৬ ই ডিসেম্বর .২০২৩ ইং বেলা ১১:৩০ ঘটিকায় দামুড়হুদা মডেল থানাধীন লোকনাথপুর গ্রামস্থ লোকনাথপুর টু পরাণপুরগামী পাকা রাস্তা সংলগ্ন জনৈক রিমেলের আম বাগানের ভিতর কাঁচা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সহিদ হোসেন(৪৩), পিতা-মোঃ দাউদ মন্ডল, সাং-লোকনাথপুর(বাসস্ট্যান্ড পাড়া), থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে অবৈধভাবে চোরাই পথে স্বর্ণালংকার পাচারকালে আসামীর পরিহিত জিন্স প্যান্টের কোমরের চারপাশে বিশেষ কায়দায় রক্ষিত কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০৬(ছয়) টি প্যাকেটের মধ্যে ০১কেজি, ৬৩৫গ্রাম স্বর্ণালংকার, যার মূল্য অনুমান-১,৫৪,০০,০০০/-(এক কোটি চুয়ান্ন লক্ষ) টাকা এবং চোরাচালান পন্য পাচারের কাজে ব্যবহৃত লাল কালো রংয়ের ০১(এক)টি TVS-160cc মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
Leave a Reply