খুলনা-দিঘলিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসটি পালন করা হয়।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলায় প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় যৌথ আয়োজনে শনিবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় সময় উপজেলা চত্বরে মানববন্ধন রেলি বের করা হয়। উপজেলা হলরুমে আলোচনা সভা ও পাঁচজন জয়িতা নারীকে সম্মান ক্রেস প্রদান করা হয়। এবারে বেগম রোকেয়া দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে "নারীর জন্য বিনিয়োগ, সহিংসা প্রতিরোধ" আলোচনা সভার সভাপতি করেন যেগুলো উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ। এতে বেগম রোকেয়ার জীবন কাহিনী তুলে ধরেন। আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস প্রতিরোধে দিবস অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব বিপাশা দেবী তনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু তালেব সাইফুল্লাহ কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মাহবুব আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শেখ নুরুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, রেগুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, দিদিরা প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াহিদ মুরাদ (সাংবাদিক), সাংবাদিক রানা মোল্লা, প্রমুখ। বক্তব্যে তারা বলেন দেশ ও আত্মসামাজিক উন্নয়নের অসামান্য অবদান রেখেছিলেন বেগম রোকেয়া, তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আমাদের দেশে নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করিয়ে দেয় বিশ্বের নারী জাগরণের অগ্রদূত নারীরা।