চুয়াডাঙ্গার রেলওয়ের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনের সাথে সবজি পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযোজনের দাবিতে জেলা প্রশাসক বরাবর দাবীনামা প্রদান
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১৩ ই ডিসেম্বর ২৩ইং বুধবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি দাবিনামা প্রদান করা হয়। কৃষকের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবীতে এই দাবীনামা প্রদান করা হয়েছে। দাবীনামায় ইতোপূর্বে উত্তরবঙ্গে আম পরিবহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ রেলওয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে বিষয়টি উল্লেখ করে বলা হয় যে, সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে স্বল্প মূল্যে কৃষিপণ্য পরিবহনের বিষয়টি মাথায় রেখে ১২৫ টি লাগেজ ভ্যান ক্রয় করেছে। যা বিভিন্ন রুটের ট্রেনের সাথে সংযুক্ত করে কৃষিপণ্য পরিবহণ করা হবে বলে মাননীয় রেলমন্ত্রী জানিয়েছেন। এমতাবস্থায় চুয়াডাঙ্গার বিভিন্ন রুটে চলমান ট্রেনের সাথে লাগেজ ভ্যান সংযোজন করা হলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তাই এই অঞ্চলের উৎপাদিত বিপুল পরিমান ফল, ফসল ও সবজি স্বল্প খরচে পরিবহণের জন্য জরুরী ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনের সাথে লাগেজ ভ্যান সংযুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রসাশক এর নিকট দাবী জানানো হয়। দাবীনামা গ্রহণকালে জেলা প্রসাশক বলেন, এই উদ্যোগ কৃষক জোটের একটি সময়োপযোগি উদ্যোগ। তিনি বলেন, উত্তর বঙ্গে ম্যাঙ্গো ট্রেনের মত একটি বিষয় যখন চলমান আছে তখন চুয়াডাঙ্গা জেলাতে কৃষি পণ্য দেশের বিভিন্ন স্থানে কম সময়ে স্বল্পমুল্যে পরিবহন করার ব্যবস্থা নিতে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হবে।
দাবীনামা প্রদানের সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক জোটের সভাপতি এস.এম. আব্দুল মোমিন টিপু,সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, সহসভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দ্দার ও শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলু,সদস্য ইয়াকুব আলী জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন, আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের সভাপতি এমদাদুল হক, সম্পাদক আব্দুল মালেক। কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আহাম্মদ আলী মাস্টার, সম্পাদক আবু বকর। পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আব্দুল জব্বার। উপস্থিত ছিলেন, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম এবং প্রেস ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply