মহান বিজয় দিবসে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন প্রেসক্লাব আলফাডাঙ্গা’র
ফরিদপুর আলফাডাঙ্গা প্রতিনিধি : রাজু আহমেদ
ফরিদপুরের আলফাডাঙ্গায়,উপজেলা প্রশাসন কতৃক মহান বিজয় দিবস-২০২৩ আলফাডাঙ্গাতে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।
উপজেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে ‘প্রেসক্লাব আলফাডাঙ্গা’র পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু মোরালে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্যারেড অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিষ্যর পাল, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান, সহকারী কমিশনার ভূমি রজ্বত বিশ্বাস এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সেলিম রেজা।
এসময় উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
উল্লেখ্য ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে বাঙালি জাতি অর্জন করেছে পূর্ণাঙ্গ বিজয়। ১৯৭১ সালের এই দিনে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। ৩০ লক্ষ শহিদের জীবন উৎসর্গ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে ৭১ এর এই দিনে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্ম হয়েছে বাংলাদেশের। তাই বিজয়ের এই দিনটি আমাদের জাতীয় জীবনে সর্বাপেক্ষা স্মরণীয়, আনন্দময় এবং গৌরবের দিন।
ফরিদপুর আলফাডাঙ্গা প্রতিনিধি
রাজু আহমেদ
মোবাইল: 01905277177
Leave a Reply