মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডিসি সাহিত্য মঞ্চে
অদ্য ১৬ই ডিসেম্বর ২০২৩ ইং সকাল ১১:০০ ঘটিকায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অকুতোভয় বীর সেনানি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিসি সাহিত্য মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা; আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; মাহফুজুর রহমান মনজু, চেয়ারম্যান, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা; মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জাহাঙ্গীর আলম মালিক খোকন, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা; গরীব রুহানি মাসুম সাধারণ সম্পাদক,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমিটি,আহবায়ক চুয়াডাঙ্গা জেলা শাখা। মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); শেখ সেকেন্দার আলী, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা; চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসারবৃন্দ, চুয়াডাঙ্গা সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত বিভিন্ন অফিসের কর্মকর্তাগন সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখা, উপজেলা শাখা, পৌর শাখা,এবং ইউনিয়ন শাখা সকল নেত্বীবৃন্দু উপস্থিত ছিলেন।
Leave a Reply