খুলনা-দিঘলিয়া উপজেলার কেটলা গ্রামের হিন্দু সম্প্রদায়ের চন্দ্র বিশ্বাস নামে একজন ভোটারকে জোর পূর্বক ঢাকায় নিয়ে যাওয়ার হুমকি, আতংকে দিন কাটাচ্ছে তার পরিবারজন।
মুক্তিযোদ্ধা টিভি।
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কেটলা এলাকার চন্দ্রা বিশ্বাস নামে এক ভোটারকে জোরপূর্বক ঢাকায় নিয়ে যাওয়ার হুমকি প্রদান করেছে খুলনা-০৪ আসনের একজন সংসদ সদস্য প্রার্থীর সমর্থকরা। জানা গেছে, কেটলা গ্রামের গোপাল বিশ্বাসের কন্যা চন্দ্রা বিশ্বাস,তার ভোটারনাম্বার-৪৭০৩২৩৭৯৩১৭৫। পেশা গৃহীনি। চন্দ্রা বিশ্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ওই প্রার্থীর সমর্থকরা জনৈক খায়ের মেম্বারের নেতৃত্বে অন্যান্য লোকজন তার বাড়িতে এসে চন্দ্রা বিশ্বাসকে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে তার মাতা পিতা ও পরিবারের লোকদের বলে চন্দ্রা কোথায়? পরিবারের লোকেরা বলে আমরা জানিনা। তখন বলে চন্দ্রা বিশ্বাসকে ঢাকায় যেতে হবে। অভিভাবকরা যেতে অস্বীকৃতি জানালে তারা বলে তাদের লাশ গেলেও যাবে। এও বলে ঢাকায় না গেলে ৩ দিনের মধ্যে পাটালি বেধে চলে যেতে হবে। পুলিশ দিয়েও হয়রাণি করার হুমকি দেয়। এদের চিৎকারে স্থানীয় লোকজন এসে পড়লে তারা ২৪ ঘন্টা সময় বেধে দিয়ে চলে যায়। এ ব্যাপারে তারা স্থানীয় পুলিশ ক্যাম্প পুলিশ বিষয়টি অবহিত করেছেন বলে জানান।
Leave a Reply