দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও ভোটার উদ্বুদ্ধকরন সভা- ডিসি মোঃ কামরুল হাসান
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুর ২টায় আলফাডাঙ্গা উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন এ আয়োজন করেন। পরবর্তীতে বিকাল সাড়ে তিন টায় মেয়র, কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তা কর্মচারী এবং উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে ভোটার উদ্বুদ্ধকরন সভার মতবিনিময় করেন।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতিশ্বর পাল ও সঞ্চালনায় সহকারী ভূমি কর্মকর্তা রজত বিশ্বাস।
এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা এবং ভোটার উদ্বুদ্ধকরন সভা উদ্বোধন করেন,জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামরুল হাসান , পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রমুখ।
প্রশিক্ষণ ও ভোটার উদ্বুদ্ধকরন অনুষ্ঠানে বক্তারা বলেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপক্ষ,জনবান্ধব এবং সহিংশতা মুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।