পাবনায় প্রচার প্রচারণায় ব্যস্ত নৌকার প্রার্থী এডভোকেট শামসুল হক টুকু
পাবনা,বেড়া
নির্বাচন যতোই ঘনিয়ে আসছে শীত উপেক্ষা করে পাবনায় প্রার্থীদের প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠছে নির্বাচনের মাঠ। গ্রাম পাড়া মহল্লা প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটের পাল্লা ভারি করতে ব্যস্ত সময় পার করছে।
আজ মঙ্গল (২৬ ডিসেম্বর) সকালে পাবনা-৬৮/১ বেড়া সাথিয়া আসনের আ‘লীগ মনোনীত নৌকার প্রার্থী এ্যাডঃ শামসুল হক টুকু নির্বাচনী জনসংযোগে নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। বেড়া পৌর শহর হতে গ্রাম ও সাথিয়া হয়ে ধুলাউড়ি মাঠে বিভিন্ন স্থানে জনসংযোগ চালান তিনি।
তিনি কর্মী সমর্থকদের নিয়ে এলাকার বিভিন্ন এলাকায মিটিং সমাবেশ ও অলিতেগলিতে লিফলেট বিতরণ করেন কুশল বিনিময় করেন। ভোটারদের নৌকা প্রতিকে ভোট চান এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান করেন। এ সময় স্থানীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন। এতে হাজার হাজার মানুষের মন জয় করেছে। দিনে দিনে সমর্থ বেড়েই চলেছে।
বেড়া, পাবনা
উজ্জ্বল হোসাইন
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
তারিখ ২৬/১২/২৩