কুষ্টিয়া দৌলতপুরে নৌকার পথযাত্রা ২নং খাস মথুরাপুর
স্টাফ রিপোর্টার //
২নং খাস মথুরাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর নতুন বাগোয়ান গ্রামের ড. মু. ফজলুল হক গার্লস ডিগ্রী কলেজ মোড়ে, আসন্ন দ্বাদস জাতীয় সংসদ ৭৫কুষ্টিয়া-১দৌলতপুর উপজেলার বাংলাদেশ আওয়ালীগ মনোনীত প্রার্থী জননেতা এ্যডভোকেট আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ ভাই-এর নৌকা মার্কার নির্বাচন উপলক্ষে #জাফর_ইকবাল_মিঠুন_ভাই এর নেতৃীতে বিশাল এক জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় উপস্থিত হয়েছিলেন এ্যডভোকেট আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি মহাদয়ের জৈষ্ঠ পুত্র শায়েখ আল জাহান শুভ্র, দৌলাতপুর উপজেলা সহ-সভাপতি জনাব টিপু নেওয়াজ, দৌলতপুর উপজেলা যুগ্ন সম্পাদক জনাব সরদার তৈহিদুল ইসলাম তৈহিদ, দৌলতপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক জনাব সাদিকুজ্জামান খান সুমন, প্রাগপুর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান জনাব আশরাফুল জামান মুকুল, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান জনাব হামিদুল ইসলাম হামিদ, আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ও বর্তমান আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ এর অনেক নেতা ও কর্মী বৃন্দু এবং উপস্থিত হয়েছিলেন স্থানীয় ও আশে পাশের হাজার হাজার নৌকা প্রেমি মানুষ। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী-যুবলীগ দৌলাতপুর উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি #জনাব_জাফর_ইকবাল_মিঠুন_ভাই
যারা বলেন দৌলতপুরের মাটিতে নাকি নৌকার কোনো লোক নাই
তারা ভালো করে দেখে নিন, #জাফর_ইকবাল_মিঠুন_ভাই -এর ডাকে হাজার হাজার নেতা কর্মী নতুন বাগোয়ান-এর মাটিতে উপস্থিত হয়েছেন।
নতুন বাগোয়ান এর মাটি বাদশা ভাইয়ের ঘাটি।
জাফর ইকবাল মিঠুন আরো বলেন ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
Leave a Reply