স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর কৃতি শিক্ষার্থী সংর্বধনা অনুষ্ঠিত।
মোঃ জিল্লুর রহমান জুয়েল, হাইমচর প্রতিনিধি
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর। সংগঠনটি ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৫ বছর ধরে এই সংগঠন টি হাইমচর উপজেলার শিক্ষার্থী এবং সমাজকল্যাণে সততার সাথে কাজ করে আসছে।
প্রতি বছরের ন্যায় এবছরও পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকল কলেজে চান্সপ্রাপ্ত এবং ২০২৩ সালে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত হাইমচরের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন বৃহস্পতিবার হাইমচর সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার সভাপতিত্বে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর সাধারণ সম্পাদক নাজমুল আল হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিল শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার সাবেক সদস্য ( প্রধানমন্ত্রী দপ্তর), হাইমচর উপজেলা জনকল্যান সমিতির সভাপতি ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর প্রধান উপদেষ্টা এজেডএম আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো: মাহবুব-উল-আলম,মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বিয়াম ফাউন্ডেশন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
আবুল কালাম আজাদ, সংগঠনের উপদেষ্টা ডেপুটি কন্ট্রোলার ও অডিটর জেনারেল (সিনিয়র) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংগঠনের উপদেষ্টা ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ, হাইমচর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, বর্তমান অধ্যক্ষ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মফিজুর রহমান।
বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিষদ সদস্য ও পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার মো: জিল্লুর রহমান জুয়েল, হাইমচর সরকারি কলেজের প্রভাষক, সংগঠনের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো: নুরে আলম প্রমুখ ।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর সাবেক বর্তমান সদস্য ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাইমচরের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নাজমুল আল হোসেন, সাধারণ সম্পাদক, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর।
এবছর হাইমচর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্স পেয়েছে ১৫ জন, এবং এসএসসি জিপিএ ৫ পেয়েছে ২৩ জন শিক্ষার্থী।