এপেক্স ক্লাব অব চাঁদপুরের ২০২৪ সনের প্রেসিডেন্ট শেখ মহিউদ্দিন রাসেল ও সেক্রেটারি কামাল হোসেন
সদর উপজেলা প্রতিনিধি, চাঁদপুর ঃ
এপেক্স ক্লাব অব চাঁদপুরের ২০২৪ বছরের জন্য অর্থাৎ আগামী এক বছরের জন্য প্রেসিডেন্ট এপেঃ শেখ মহিউদ্দিন রাসেল ও সেক্রেটারি এপেঃ এড ঃ কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। সম্প্রতি চাঁদপুর বার সমিতির হল রুমে ক্লাবের এজিএম-এ ঘোষণা দেয়া হয়।
শেখ মহিউদ্দিন রাসেল ২০২১ সনে ক্লাবের সার্ভিস ডিরেক্টর, ২০২২ সনে ক্লাব সেক্রেটারি ও ২০২৩ সনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি এ সব দায়িত্বে থাকাকালীন ক্লাবের জাতীয়, জেলা-৮ ও স্হানীয় পর্যায়ে বিভিন্ন এ্যাওয়াড লাভ করেন। এপেঃ এডঃ কামাল হোসেন ২০২২ সনে ক্লাবের ফ্লোর মেম্বার,২০২৩ সনে সার্ভিস ডিরেক্টর ছিলেন। তিনি তার দায়িত্বে থাকাকালীন স্হানীয় ভাবে এ্যাওয়ার্ড লাভ করেন। তাদের এ দায়িত্ব প্রদানে ক্লাবের জাতীয়,জেলা-৮ ও স্হানীয় ক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও সহযোগিতা কামনা করেন।
###
এস এম রাসেল