উৎসব মুখর পরিবেশে বুজরুকবেড়া আরজি আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে বই বিতরন
মোঃ মামুনুর রশিদ
স্টাফঃ রিপোর্ট
আজ ১জানুয়ারি ২০২৪ বছরের প্রথম দিনে সারাদেশে সকল প্রতিষ্ঠানে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে-হাতে বিতরণ করা হয়।এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ক্লাস্টারের অর্ন্তভুক্ত বুজরুকবেড়া আরজি আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে সরকারের দেওয়া বিনামূল্যে পাঠ্যপুস্তক ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়।এসময় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিক্ষা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।তাঁরা বলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ৬৫ হাজার ৬২০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও এখনও কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণের আওতার বাইরে।এই বিদ্যালয়টি এর আওতাভুক্ত। বিদ্যালয়টি বিদ্যালয় বিহীন এলাকায় আদিবাসী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাঁওতাল পল্লী এলাকায় অবস্থিত হাওয়ায় শিক্ষা থেকে পিছিয়ে পড়া ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাঁওতাল ছেলেমেয়েরা সহ অন্যান্য ছেলেমেয়েদের শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গাইবান্ধা জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক অলিউর রহমান বিদ্যালয়টি বিশেষ বিবেচনায় জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর সচিব বরাবরে প্রেরণ করেন।
এই সময় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যবৃন্দ শিক্ষক মন্ডলী এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ছাত্র-ছাত্রীরা অভিভাবকবৃন্দ।
Leave a Reply