পটুয়াখালীতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
বৃহস্পতিবার (জানুয়ারি ৪) দুপুর ১০ টার দিকে শহীদ আলাউদ্দিন শিশু পার্ক থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফের সঞ্চালনায় আনন্দ মিছিল পূর্ব ছাত্র সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা যুবলীগ সভাপতি অ্যাড.শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহাঙ্গীর সিকদার, সাবেক সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাবেক সভাপতি মো. হাসান সিকদার। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সাবেক ছাত্রলীগ সভাপতি হাসান শিকদার বলেন সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিবেন এবং সবাই তার পাশে থাকবেন।
অপরদিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন ছাত্রলীগের সবার প্রতি আন্তরিক ভালবাসা রইল সবাইকে ভালোবাসা দেয়া ছাড়া আমাদের দেয়ার আর কিছু নেই। আরো বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পাশে থেকে সবাই যে যার স্থান থেকে কাজ করবেন এই আশা রাখছি।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জন্মদিনের কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।