রাজশাহীর ৬টি আসনে আওয়ামী লীগ ৫ টি এবং স্বতন্ত্র ১ টিতে বিজয়ী।
মোঃ শামসুজ্জোহা শামীম
রাজশাহী প্রতিনিধি
মুক্তিযোদ্ধা টেলিভিশন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৫ টি এবং স্বতন্ত্র প্রার্থী ১ টিতে বিজয়ী হয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা থেকে ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টায় বেসরকারিভাবে আসনগুলোর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়।
প্রাপ্ত ফলাফল-রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি): আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ০৩ হাজার ৫৯২ ভোট।তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী মোঃ গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।নৌকা ১১ হাজার ১৭৩ ভোটে বিজয়ী।
রাজশাহী -২ (রাজশাহী সদর): আসনে স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী মোঃ শফিকুর রহমান পেয়েছেন ৫৪ হাজার ৯০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট।কাঁচি ২৩ হাজার ৪৪০ ভোটে বিজয়ী।
রাজশাহী -৩ (পবা-মোহনপুর): আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১লাখ ৫৪ হাজার ১০১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ আব্দুস সালাম খান পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট।নৌকা ৫৩ হাজার ৫০৪ ভোটে বিজয়ী।
রাজশাহী -৪ (বাগমারা): আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লক্ষ ০৭ হাজার ০৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৫৬১ ভোট।নৌকা ৫৩ হাজার ৫০৪ ভোটে বিজয়ী।
রাজশাহী -৫ (পুঠিয়া-তাহেরপুর): আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল ওয়াদুদ দারা পেয়েছেন ৮৬ হাজার ৯১৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থী মোঃ ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৮৬২ ভোট।নৌকা ৩ হাজার ৫১ ভোটে বিজয়ী।
রাজশাহী-৬(চারঘাট-বাঘা):আসনে আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোঃ শাহরিয়ার আলম পেয়েছেন ১ লক্ষ ০১ হাজার ৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ রাহেনুল হক পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট। নৌকা ২৭ হাজার ৩২১ ভোটে বিজয়ী।