চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি জানালেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১২ই জানুয়ারি ২৪ইং সকাল ৭.০০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মশিউর রহমান( ৬৪) পিতা মোঃ মজিবর রহমান গ্রাম নফরকান্দি ইউনিয়ন পদ্মবিলা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা ইন্তেকাল করেছেন। বীরপুত্র মশিউর রহমান দ্বীঘদিন ক্যান্সর রোগে আক্রান্ত ছিলেন। তিনি মৃত্যু কালে তিন সন্তান ও এক স্রী সহ অনেক শুভাকাংক্ষী রেখে গেছেন। মরহুম বীর পুত্র মশিউর রহমানের জানাজা বাদ জুম্মা অনুষ্ঠাতিত হয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উক্ত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক,চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক,চুয়াডাঙ্গা সদর ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায়ক বায়েজিদ রহমান জোয়ার্দার ,যুগ্ন আহবায়ক আলিফ জোয়ার্দার,সদস্য সচিব বখতিয়ার হোসেন জোয়ার্দার,মুক্তিযোদ্ধা সন্তান সংসদ পদ্মবিলা ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক বিটুন মাষ্টার, সদস্য সচিব মোঃ আলী হোসেন, পদ্মবিলা ইউনিয়ন শাখার সদস্য নস্কার আলী , মতিন বিশ্বাস, রহমত আলী বিশ্বাস সহ ইউনিয়নের মুক্তিযোদ্ধার সন্তানরা ।
Leave a Reply