চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইয়াসিন আলী নামে এক শ্রমিকের মৃত্যু
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গায় নির্মাণকাজ করার সময় সাততলা ভবন থেকে পড়ে ইয়াসিন আলী (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন শ্রমিক।
অদ্য ১৪ ই জানুয়ারি ২৪ ইং সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইয়াসিন আলী চাপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার কুরবান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শ্রমিকরা সাততলায় লিফটে ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় উত্তম কুমার ও ইয়াসিন আলী মাচার চালি ভেঙে লিফটের নিচে পড়ে যায়। কেউ কেউ লাফ দিয়ে ছাদে চলে যায়। এ সময় ইয়াসিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ঘটনাস্থলে যেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply