প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ
মোঃ মামুনুর রশিদ
স্টাফঃ রিপোর্টার
একটি দেশের টেকসই উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই । শিক্ষা একটি দেশের উন্নয়নের চাবিকাঠি এই ধারাবাহিকতা-
১৪জানুয়ারি রবিবার বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম রুমানা আলীকে তাঁর নিজ দপ্তরে সচিবালয়ে গিয়ে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।এই সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী লিটন ও প্রচার সম্পাদক নাছির উদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের নেতৃবৃন্দ মাননীয় প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী ৯জানুয়ারি ২০১৩সনে ঐতিহাসিক বক্তব্যের কথাগুলো তুলে ধরেনঃ তারা প্রতিমন্ত্রীকে জানানঃ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের ঘোষণা দেন । সারাদেশে ৩০ হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পর্যাযে থাকলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গাফিলতির কারণে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়করণের ঘোষণা দেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্বে ৫০৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১২সনের পূর্বে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করলেও সেইগুলো কেউ এখন পর্যন্ত জাতীয়করণের আওতায় আনা হয়নি। সকল শর্ত পূরণ করা প্রায় ১৩০০শত বিদ্যালয় উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটি জাতীয়করণের জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রেরণ করেন ।
যা এখনো মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে বলে প্রতিমন্ত্রীকে অবগত করেন সৌজন্য সাক্ষাৎ করা নেতৃবৃন্দ।
Leave a Reply