চুয়াডাঙ্গা সদর পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের আলোচনা সভা
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১৬ ই জানুয়ারি ২৪ইং বিকাল ৪.০০ ঘটিকায় সময় চুয়াডাঙ্গা সদর পদ্মবিলা ইউনিয়ন পরিশোধ চত্বরে পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আঃ জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহ সভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দার। বিশেষ অতিথি হিসাবেউপস্থিত ছিলেন রিসোর চাষ আবাদ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মসিউর রহমান,চুমকী খাতুন,পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সাবেক সাধারণ সম্পাদক শান্তি হোসেন, চাষাবাদ প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মামুন,সাধন সহ পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের ক্যাশিয়ার সহিরদ্দীন বিশ্বাস সহ অনেকে।
উক্ত সভায় প্রধান অতিথি বায়েজিদ জোয়ার্দার বলেন কৃষকদের এখন বোরো ধান রৌপনের সময় চলছে তাই আপনারা সবাই বোরো ধান লাইন করে লাগাবেন ও ১০লাইন পর পর ১টি করে লাইন গ্যাপ দিবেন এবং ধান রোপন শেষে কাঠি পুতে দিবেন। তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসে কৃষক জোটের জেলা সম্মেলন হবে।উক্ত সম্মেলনে সবাই নিজ নিজ দায়িত্বে উপস্থিত হবেন এবং কৃষি সাজে সাজবেন। চুয়াডাঙ্গা বাসি সহ সারা বাংলাদেশে জানান দিতে হবে কৃষক জোটের কথা।কৃষক জোটের দাবির কথা।কৃষক জোটের অধিকারের কথা।
উক্ত সভায় আলোচনা না থাকায় সভাপতি সভার আলোচনা শেষ করেন।
Leave a Reply