অসহায় শীতার্তদের পাশে দাঁড়ালেন পটুয়াখালী পুলিশ সুপার
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালী জেলায় গত ১০ দিন ধরে কনকনে শীতে যুবুথুবু হয়ে পড়েছেন বহু দরিদ্র মানুষ। তাদের এমন কষ্ট লাঘবে সহায়তার হাত বাড়িয়ে দিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম। সম্পূর্ন ব্যক্তিগত অর্থায়নে শীতার্তদের জন্য কম্বল ও শীতবস্ত্র নিয়ে গত ৭দিন ধরে প্রতি রাতে শহরের লঞ্চঘাট, চৌরাস্তা, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে খুঁজে খুঁজে অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করছেন তিনি। এতে উপকৃত হচ্ছেন অনেক শীতার্ত মানুষ ও তাদের পরিবার।
পুলিশ সুপারের সহয়তামূলক এ কার্যক্রমের সাথে থাকেন অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মাইনুল হাসান, রফিউদ্দিন মুহাম্মদ জুবায়ের, মোঃ সাজেদুল ইসলাম সজল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন সহ একদল পুলিশ সদস্য।