বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: মোশাররফ হোসেন কে মুক্তিযোদ্ধা টেলিভিশনের ফরিদগঞ্জ উপজেলার বিশেষ প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য মুক্তিযোদ্ধা টেলিভিশন অবিরাম কাজ করে যাচ্ছে। জাতির সূর্যসন্তান,বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ের জন্য মুক্তিযোদ্ধা টেলিভিশন গঠিত হয়। মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে কথা বলা, সত্য প্রকাশে সর্বদা সবি চল, বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ ইতিহাস সংরক্ষণের জন্য, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংগ্রাম, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম সহ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য মুক্তিযোদ্ধা টেলিভিশন অবিরাম কাজ করে চলছে। মুক্তিযোদ্ধা টেলিভিশনের একান্ত এক সাক্ষাৎকারে বলা হয়, প্রতিনিধি হিসেবে যুক্ত হওয়ার পর একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এর জন্য সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। মুক্তিযোদ্ধা টেলিভিশনের স্বার্থ ক্ষুন্ন হয় এ ধরনের কোন কার্যকলাপ করা যাবে না। মুক্তিযোদ্ধা টেলিভিশনের প্রতিনিধি হবার জন্য তিনি দেশবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন
Leave a Reply