চাঁদপুর-হাইমচর উপজেলার ছোট লক্ষীপুর আলীমুন্নেছা মডেল স্কুল ও মাদ্রাসা শুভ উদ্বোধন,ছবক প্রদান করা হয়।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে ছোট লক্ষীপুর আলীমুন্নেছা মডেল স্কুল ও মাদ্রাসা শাখার শুভ উদ্বোধন এবং ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২২ জানুয়ারি সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে মাদ্রাসা ও ছবক অনুষ্ঠানে ছোট লক্ষীপুর দারুসুন্নাত নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহ্তামিম হাফেজ আমিন উল্ল্যাহ এর সভাপতিত্বে ও ছোট লক্ষীপুর আলীমুন্নেছা মডেল স্কুল ও মাদ্রাসার পরিচালক মোঃ শাহাদাত হোসাইন সাদ্দামের পরিচালনায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, কাটাখালী হামিদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ শরিফ হোসেন খান, ইউপি সদস্য আমান উল্লাহ, হাইমচর আল হেরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমান, মোঃ বিল্লাল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন
গাজীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, আখন বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আল আমিন সহ স্থানীয় রাজনৈতিক, ছাত্র/ছাত্রী এবং অত্র প্রতিষ্ঠানের ভর্তিকৃত ছাত্র/ছাত্রী, অবিভাবক অবিভাকিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছোট লক্ষীপুর আলীমুন্নেছা মডেল স্কুল ও মাদ্রাসা শুভ উদ্বোধন,ছবক অনুষ্ঠান শেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে মুসলিম উম্মার শান্তি কামনা করে ও অত্র প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া পরিচালনা করেন সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানি।
Leave a Reply