গত ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি.হতে শুরু হয়ে আজ ২১ জানুয়ারি,২০২৪ খ্রি. শেষ হয় হাতিয়া উপজেলা ৫২ তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা, ২০২৪ খ্রি. অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আজ পরিসমাপ্তি ঘটে উপজেলার এই আয়োজন। মোট ৩০ টি বিভিন্ন ইভেন্টে প্রায় ২৮টি বিদ্যালয় এবং মাদ্রাসার বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। সমাপনী দিনে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, হাতিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কেফায়েত উল্যাহ, এছাড়াও উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ, জেলা ক্রীড়া অফিসার,জনাব আবু নোমান মো: হাছান, জনাব মুহিউদ্দিন মুহিন, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, এবং বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষকমন্ডলী, ও শিক্ষার্থীবৃন্দ।