পঞ্চমবার এমপি নির্বাচিত হওয়ার দীপংকর তালুকদার কে সংবর্ধনা
রাঙ্গামাটি জেলা
সংবাদদাতাঃ
বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙ্গামাটি আসন থেকে পঞ্চম বারে নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ভালোবাসায় সিক্ত হলেন।
(২৪ জানুয়ারি) বুধবার
দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি জননেতা দীপংকর তালুকদার কে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
সকালে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ হতে সম্মানিত প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অভয় কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা ও হাজী কামাল উদ্দীন,
যুগ্ন সাধারন সম্পাদক মমতাজ উদ্দীন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি জমির হোসনে ও বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এবারের নির্বাচনে কর্মীদের উচ্ছাসিত কর্মকাণ্ডে ও জনগণ পাশে ছিল বলেই এই বিজয় নিশ্চিত হয়েছে। এছাড়াও তিনি জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলকে আশ্বস্ত করেন।
Leave a Reply