কাউখালীতে চার প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকারের অভিযান।
কাউখালী (পিরোজপুর ),কাউখালীত ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। আজ ২৫জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার উওর বাজার ও দক্ষিণ বাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় চৌধুরী মেডিকেল হল, উত্তর বাজার,মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ২৫০০/ টাকা ও ইন্দ্রানী মেডিকেল হল, উত্তর বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ২৫০০/ টাকা ,ও মুবিন ফলের দোকান, উত্তর বাজারে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করার অপরাধে ১০০০/ টাকা ও সাধনা ঔষধালয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ২০০০/ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন এসএম ইলিয়াস উদ্দিন স্যনিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, কাউখালী প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন ও সাথে কাউখালী থানা পুলিশ টীম উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
কাউখালী পিরোজপুর
শেখ মৌসুমী ইসলাম
০১৯১৬০৮৩২১৪
২৫/০১/২০২৪ইং